যদিও সংবিধানে রয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। তবুও মানতে নারাজ এ পরিচয়। তাই প্রতিবছর উৎসবের সাথে পার্বত্যাঞ্চলে পালন করা হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। মঙ্গলবার সকালে রাঙামাটি পৌরসভা চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করে আদিবাসী ফোরাম রাঙামাটি জেলা শাখা। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সূচনা করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাধবীলতা চাকমা।
এসময় আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক ফোরামের সাবেক সভাপতি শিশির চাকমা উপস্থিত ছিলেন।
এরপর শুরু হয় উৎসবের আমেজ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীদের নাচে গানে মেতে ওঠে সবাই। পাহাড়ি-বাঙালিদের মিলন মেলায় পরিণত হয় উৎসব স্থল। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা একে একে পরিবেশন করে নাচ। এরপর শুরু হয় আলোচনা সভা।
পরে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে রাঙামাটি আদিবাসী ফোরামের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র ১১টি নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ তাদের নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই