আওয়ামী লীগ সরকারের ব্যর্থতায় দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এ অবস্থায় দেশের আজ মানুষ অসহায় ও বিপর্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
শুক্রবার দুপুরে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন এমরান সালেহ।
হালুয়াঘাট উপজেলার পৌর শহরে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় এমরান সালেহ বলেন, দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারে দেশের অর্থনীতি লণ্ডভণ্ড। মেগা প্রজেক্ট থেকে গ্রাম-গঞ্জে আওয়ামী হরিলুট চলছে।
তিনি আরও বলেন, গ্রামে, পাড়া-মহল্লায় বিএনপি শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে কর্তৃত্ববাদী দুঃশাসন মোকাবেলা করে জনগণের পাশে দাঁড়াচ্ছে। ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠনের কোনো বিকল্প নাই।
বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন, জন প্রত্যাশা অনুযায়ী আন্দোলন গড়ে তুলতে সংগঠনকে প্রস্তুত ও অধিকতর মজবুত করছে বিএনপি। দেশ চূড়ান্ত আন্দোলনের দ্বারপ্রান্তে। এই আন্দোলন সফল করতে নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে।
সভায় জেলা বিএনপির সদস্য ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন