টাঙ্গাইলে গণপরিবহনে নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণে প্রশাসনের সাথে বাস মালিক-শ্রমিকদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে নতুন বাসস্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি। জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক আলতাফ হোসেন, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি খন্দকার নাজিম উদ্দিন আহমেদ, জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন সরকার প্রমুখ। এ সময় জেলা বাস কোচ মিনিবাস মালিক ও শ্রমিক সমিতির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ