ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে ঢাকার গুলিস্তান পর্যন্ত বিআরটিসি এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টায় পৌর বাস টার্মিনাল থেকে এ বিআরটিসি বাসের উদ্বোধন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান ভার্চুয়ালী যুক্ত হয়ে এই সার্ভিসের উদ্বোধন করেন।
বোয়ালমারী বিআরটিসি এসি বাস সার্ভিসের কাউন্টার ম্যানেজার কাজী রিজাউল বলেন, বুধবার সকাল ৭টা থেকে বোয়ালমারী পৌর বাস টার্মিনাল থেকে ঢাকার গুলিস্তানের উদ্দেশে প্রতিদিন ৪টি বাস ছেড়ে যাবে। রাফি এন্টার প্রাইজ বাস সার্ভিসের পরিচালনা করবেন।
রাফি এন্টার প্রাইজের সত্বাধিকারী সাইফুল শ্রাবণ এর তত্বাবধনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান মীরদাহ পিকুল, সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মৃধা মিলন, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম, ফরিদপুর জেলা যুবলীগের সদস্য শরীফ সেলিমুজ্জামান লিটু, দাউদুজ্জামান দাউদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আসিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুল ফাহিম প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল