বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনার বিষখালী-বুড়ীশ্বর আর বলেশ্বর নদীর পানি স্বাভাবিকের চাইতে ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টা পর্যন্ত জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে তিনটি গুরুত্বপূর্ণ নদীতে বিপৎসীমার ৩ দশমিক ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গল ও বুধবার সকাল ৯টা পর্যন্ত ৫৯ দশমিক ১১মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টির পানিতে বরগুনা শহরের কলেজ রোড়, বঙ্গবন্ধু সড়ক, বাজার সড়ক, চরকলোনী এলাকার কয়েকটি সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
জোয়ারের পানিতে বরগুনার নিম্নাঞ্চলের বসতবাড়ী, রাস্তাসহ ফসলি জমি প্লাবিত হয়েছে।
বরগুনা সদর উপজেলা ও পৌরসভা ছাড়াও আমতলী পৌরসভা, বেতাগী, পাথরঘাটা পৌর শহরের নীচু জায়গায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে,বরগুনা,আমতলী,তালতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটার বেড়ী বাঁধের বাইরে অবস্থিত নিম্নাঞ্চলের শত শত বসতবাড়ি ও ফসলি জমি। এসব স্থানের পানি ভাটার টানে নেমে গিয়ে আবার জোয়ারে তলিয়ে যায়।
বিডি প্রতিদিন/কালাম