জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে জয়পুরহাট পুলিশ লাইন্সে চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ‘একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন, বৃক্ষ প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচিটি পালিত হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফারজানা হোসেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জয়পুরহাট জেলা সভাপতি নূর ই আলম হোসেন, সহসভাপতি আফরোজা হাসি, শাহাদুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে কুলসুম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা