কিশোরগঞ্জের স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে গণশুনানি করেছে জেলা প্রশাসন। ব্রিটিশ কাউন্সিলের প্ল্যাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীন ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সহযোগিতায় বুধবার কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে গণশুনানি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুস সাত্তার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক।
গণশুনানিতে নদী দখল, যানজট, দূরপাল্লার বাসে যাত্রী হয়রানি, পাসপোর্ট অফিসে হয়রানি, বিভিন্ন সরকারি অফিসে সেবা গ্রহীতাদের সাথে কর্মকর্তাদের অসদাচরণসহ নানাবিধ প্রশ্ন উত্থাপন করা হয়। এ সকল প্রশ্নের জবাব দেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোস্তফা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক, জেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান খান, কিশোরগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক বখতিয়ার উদ্দিন প্রমুখ। শুনানিতে সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
গণশুনানিতে ব্রিটিশ কাউন্সিলের পিফরডি’র সিলেট অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. আলমগীর মিয়া, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের ফেসিলেটর নূরে আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সম্পাদক মীর আশরাফ উদ্দিন।
বিডি প্রতিদিন/এমআই