দিনাজপুরের ঘোড়াঘাটে সবুজ মিয়া নামের এক নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় এক কর্মচারীকে জিঙ্গাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়েছে।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নে বিনোদন পার্কের একটি কক্ষ থেকে নৈশ্য প্রহরী সবুজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সবুজ মিয়া (২৫) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রায় ভাংড়ি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, সবুজ মিয়া বিনোদন কেন্দ্রের আবাসিকে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন। কী কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে সেটা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওইখানের একজনকে জিঙ্গাসাবাদের জন্য আনা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম