মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভীমশি গ্রামে নেশা করার টাকা না দেওয়ায় এক মাদকাসক্ত ছেলে তার নিজের মাকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা সবিতা ধর বুধবার তার মাদকসেবী ছেলে কল্লোল চন্দ্র ধরের বিরুদ্ধে থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, কল্লোল মঙ্গলবার সকালে মাদক সেবনের জন্য তার মায়ের নিকট টাকা চায়। মা তাকে টাকা না দিলে গালিগালাজ করে মারধর করে। দুই হাত দিয়ে গলা চেপে ধরে মাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তখন লোকজন এসে ছেলের হাত থেকে মাকে রক্ষা করেন। পরে ছেলেকে ধরে পুলিশে দেন।
সবিতা ধর বলেন, নেশার টাকা না দিলে আমার ছেলে আমার সাথে যা করতো, তা কোনো ছেলে কোনো মায়ের সাথে করতে পারে না। আমি বাধ্য হয়ে তার নামে মামলা দিয়েছি। সে যতদিন জেলে থাকবে, ততদিনই আমি শান্তিতে থাকবো।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক ওই মাদকাসক্ত ছেলেকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই