ময়মনসিংহের ফুলপুরে বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, ইন্টারনেট, মোবাইল আসক্তি ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক মোটিভেশন সভা অনুষ্ঠিত হয়েছে। হেলডস্ ওপেন স্কাউট গ্রুপের উদ্যোগে আজ বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার বাহাদুরপুর আঞ্জুমান উচ্চ বিদ্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃক্ষ রোপন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। হেলডস্ ওপেন স্কাউট গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. আতিকুর রহমানের সভাপতিত্বে এসময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীসহ উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, বাহাদুরপুর আঞ্জুমান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন, হেলডস্ ওপেন স্কাউট গ্রুপের ইকবাল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ