নোয়াখালী সুবর্ণচরে সরকারি জায়গায় গড়ে উঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে উপজেলার চরবাটা ইউনিয়নের ভূঁইয়ার হাট বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী এবং দেবব্রত দাশের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।
জানা যায়, ভূঁইয়ারহাট বাজারের দুই পাশে দীর্ঘদিন থেকে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে উঠেছে শত শত দোকান পাঠ। সরকারি নির্দেশ উপেক্ষা করে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এছাড়া সদরের সোনাপুর থেকে সুবর্ণচরের ভূঁইয়ারহাট পর্যন্ত প্রধান সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠেছে শত শত দোকান পাট ও স্থাপনা। সরকারি সম্পদ উদ্ধারের দাবি জানিয়েছে সচেতন নাগরিক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী জানান, নিদিষ্ট একটি সময়ের মধ্যে এগুলো সরিয়ে নেয়ার জন্য একটি নোটিশ দেওয়া হয়। নোটিশ উপেক্ষা করে তারা অবৈধ দখলে রাখায় জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। আজ প্রায় ৫০টি দোকান ঘর ও বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর