ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে ৬টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার ইসলামপুর বাজারে অভিযান চালিয়ে দোকান খুলে রাখার দায়ে ৬টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসী ছাড়া সব ধরনের দোকান বন্ধ রাখতে বেশ কয়েকবার মাইকিংয়ের মাধ্যমে উপজেলায় প্রচার-প্রচারণা চালানো হয়। এরপরও সরকারি নির্দেশনাকে অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ইসলামপুর বাজারের ৬টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযান চলাকালে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম