যশোরের ঝিকরগাছা উপজেলায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে র্যাব। রবিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের পারবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-রোকনুজ্জামান শাওন, আল মামুন ও রুবেল হোসেন।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছার পারবাজার এলাকার শাহজাহান আলীর স’মিলের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় ফাহিম নামের এক যুবক পালিয়ে যান। পরে আটকদের শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটক তিনজন একটি ব্যাংকের টাকা ছিনতাইয়ের জন্য ওই স্থানে অপেক্ষা করছিলেন। ওই এলাকায় ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে তারা দীর্ঘদিন ধরে জড়িত বলে জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করেছেন। আটক তিনজনকে অস্ত্র আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই