নেত্রকোনার বারহাট্টায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন এবং বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার দুপুরে উপজেলার আসমা বাজারে একটি মিষ্টির দোকানে পোকার আনাগোনা দেখতে পান ভোক্তা অধিকারের লোকজন। এজন্য মিষ্টির দোকানিকে জরিমানা এবং প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গণি। এসময় জেলার বারহাট্টা উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর আব্দুস সালাম ও জেলা পুলিশ লাইনের একটি পুলিশ টিম অভিযানে অংশ নেয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গণি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা ওই দোকানে গিয়ে মিষ্টির মধ্যে পোকার বিচরণ দেখতে পাই। এমন অস্বাস্থ্যকর পরিবেশে ভোক্তার ক্ষতির কারণ বিবেচনা করে জরিমানা করা হয়। পাশাপাশি বাজার মনিটরিং করে প্রতিদিনের তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই