মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সফদা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার বিকেলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সফদা খাতুন গাংনী উপজেলার গাপালনগর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, সফদা রবিবার সকালের দিকে বাবার বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। গাংনী-হাটবালিয়া সড়কের গাপালনগর বটতলা নামক স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল চালক ও সফদা ছিটকে পড়ে আহত হয়।
পথচারীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় সফদার অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই