উপকূলজুড়ে বৃষ্টি, পূর্ণিমার জোয়ার আর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা পানিতে থৈ থৈ করছে।
রবিবার ভোর থেকে জেলাজুড়ে মাঝারি ও ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। প্রায় এক’শ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী ও কলাপাড়া আবহাওয়া অফিস।
উচ্চ জোয়ারে নদ-নদীর পানি বিপৎসীমার উপরে বৃদ্ধি পাওয়ায় ৩-৪ ফুট পানিতে তলিয়ে গেছে অর্ধশত চরসহ নিম্নাঞ্চল। জোয়ারের পানি ঢুকে তলিয়ে গেছে গ্রামের পর গ্রামে। শহর রক্ষা বাঁধ উপচে পানিতে তলিয়ে গেছে পটুয়াখালী পৌর শহরের কলেজ রোড, মহিলা কলেজ রোড, পুরান বাজার, আদালত পাড়া, চরপাড়া, নিউমার্কেটসহ বেশ কিছু এলাকা। তলিয়ে গেছে আমনের বীজ তলা আর বহু রাস্তাঘাট ঘর-বাড়ি, পুকুর ও মাছের ঘের। এতে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ।
কলাপাড়া রাডার স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ কিবরিয়া জানান, রবিবার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলাপাড়ায় ৪৯.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও রবিবার সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন