ঝিনাইদহের শৈলকুপায় ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াজুল ইসলাম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার বাহির রয়েড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের মা আছিরণ নেছা জানান, ভোরে মাঠের কাজ সেরে বাড়ি এসে ইজিবাইক চালানোর জন্য তড়িঘড়ি করে বের হওয়ার চেষ্টা করছিল। ওই সময় ইজিবাইকের ব্যাটারী চার্জ না থাকায় সেটি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সেসময় তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষনা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ইজিবাইকের ব্যাটারী চার্জ দিতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত রিয়াজুল একজন দারিদ্র কৃষক। কৃষিকাজের পাশাপাশি গত ৪ বছর ধরে ইজিবাইক চালাতেন।
বিডি প্রতিদিন/এএ