বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজা, নগদ টাকা ও একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ ৫ যুবক গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন মোংলার মিঠাখালী গ্রামের হোসাইন শেখ (১৬), মিরাজুল শেখ (২০), মোরেলগঞ্জের সোমাদ্দারখালী গ্রামের ইসলাম হাওলাদার (২৮), শফিকুল হাওলাদার (২২) ও ঠাকুরাইনতলা গ্রামের মাছুম হাওলাদার (২৪)।
শনিবার দিবাগত রাত ১১টার দিকে জিউধরা ইউনিয়নের মাদরাসা বাজার এলাকা থেকে পুলিশ এদেরকে হাতেনাতে গ্রেফতার করে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৩৭০গ্রাম গাঁজা, নগদ ১০ হাজার টাকা ও একটি নম্বরবিহীন প্লাটিনা মোটরসাইকেলসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ রবিবার বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ