নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে পড়ে থাকা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার সাগরদিঘী নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনামুল হক জানান, স্থানীয়রা একটি লাশ দেখতে পান। এমন খবরে ঘটনাস্থলে দেখি লাশটি পড়ে আছে। অর্ধেক অংশ মাটিতে এবং অর্ধেক পানিতে ছিলো। এ অবস্থা থেকে লাশটিকে উদ্ধার করি। পরে স্থানীয়দেরকে শনাক্ত করার জন্য দেখানো হয়েছে। কিন্তু কেউই লাশের পরিচয় দিতে পারেননি। আনিুমানিক বয়স হবে ২৮/৩০ বছর। পাশে জুতা এবং ১০০ টাকার ২টি নোট পড়ে ছিলো। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডি আসছে। আমরা শনাক্তের চেষ্টা করছি।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, আমি অন্য কাজে ছিলাম এখন যাচ্ছি। গিয়ে বিস্তারিত জানাতে পারব।
বিডি প্রতিদিন/এএম