বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে একটি অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আশরাফ হোসেন শাহিনকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তি উপজেলার খাজুরা গ্রামের সুলতান শেখের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান।
তিনি জানান, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল উপজেলার লখপুর ইউনিয়নে খাজুরা এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় খাজুরা গ্রামের বাড়ি থেকে একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আশরাফ হোসেন ওরফে শাহিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আশরাফ হোসেন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই