নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের নাটোর-বগুড়া মহাসড়কের আজর দরগা এলাকায় এই ঘটনা ঘটে।
সিংড়া থানার এসআই শামসুজ্জোহা জানান, রবিবার দুপুর ১টায় নাটোর-বগুড়া মহাসড়কে আজর দরগা এলাকায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নাম পরিচয়হীন এক পথচারীর মৃত্যু হয়। তার আনুমানিক বয়স ৪৫। এবং পরনে চেক লুঙ্গি ও গায়ে সবুজ টি-শার্ট রয়েছে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করেছে হাইওয়ে পুলিশ।
বিডি প্রতিদিন/এএ