বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়িতে কলেজ শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকালে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণ করেন। পরে টিফিন বক্স ও গরিব অসহায় রোগীদের আর্থিক সহায়তা করেন।
সোনাইমুড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় এ সময় সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন