কুড়িগ্রামের উলিপুরে অসহায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সৈয়দা জান্নাত আরা এসব সামগ্রী বিতরণ করেন।
শনিবার সন্ধ্যায় উলিপুর থানা চত্বরে পুলিশ সুপারের উদ্যোগে জিসকা ফার্মা সিউটিক্যালস লিমিটেডের সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্ত হরিজন রবিদাস সম্প্রদায়ের মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রতি জনকে চাল ৫ কেজি, চিড়া ২ কেজি, ডাল ২ কেজি, আটা ২ কেজি, তেল ২ লিটার, লবন ১ কেজি করে বিতরণ করা হয়। এ সময় পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তার উপহার হিসেবে ৫ জন অসহায় নারীকে সেলাই মেশিনও প্রদান করা হয়। সেলাই মেশিন পেয়ে অসহায় নারীরা পুলিশ সুপারের প্রতি অনেক খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল মোহাম্মদ মহিবুল ইসলাম ও অফিসার ইনচার্জ উলিপুর থানা মোঃ ইমতিয়াজ কবিরসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ