সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শামসুল আলম (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছে। রবিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়াদিগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল আলম উল্লাপাড়া উপজেলার বাগন্দা এলাকার সুরত আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল আলম জানান, বিকেলের দিকে নওগাঁ থেকে ঢাকাগামী বাসটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক শামসুলসহ তিনজন আহত হয়। আহতদের উদ্ধারের পর রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর ট্রাকচালক শামসুল মারা যায়।
বিডি প্রতিদিন/এএম