‘বিনামূল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানিপ্রাপ্তি আমার অধিকার’ এই প্রতিপাদ্যে নোয়াখালীর সুবর্ণচরে উপকূলীয় সকল মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিত করার দাবিতে সড়কে খালি কলসি রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন ভুক্তভোগী লোকজন। মানববন্ধনে বক্তব্য রাখেন মো. সাইফুল ইসলাম সুমন, কেফায়েত উল্যা, জাকির হোসেন ও সাংবাদিক আবদুল বারি বাবলুসহ আরও অনেকে।
বক্তারা বলেন, জেলার উপকূলীয় জনপদের একটি সুবর্ণচর। গতকয়েক বছর ধরে এ উপজেলার প্রতিটি এলাকায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে, যা চলতি বছরে প্রকট আকার ধারণ করে। সুপেয় পানির রক্ষায় কৃষি কাজে ব্যবহৃত গভীর নলকূপের ব্যবহার কমিয়ে আনতে হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে খাল, বিল, নদী-নালাতে বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে। এছাড়া সুবর্ণচরের দক্ষিণ সীমানা ঘেঁষে বয়ে যাওয়া মেঘনার মরা খালটি পুনঃখনন করে পানি সঞ্চয় করে সুবর্ণচর ও হাতিয়া উপকূলে ২ লক্ষাধিক ভূমি কৃষি কাজে ব্যবহার করা যাবে, এতে করে সুপেয় পানির সংকট অনেকটাই কমে যাবে।
বিডি প্রতিদিন/এমআই