বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের কারণে সাতক্ষীরায় দিনভর ভারী ও থেমে থেমে গুড়ি বৃষ্টিপাত হয়েছে। সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ, খোলপেটুয়া, চুনা, রায়মঙ্গলসহ উপকূলের সকল নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। ফলে চরম ঝুঁকিতে রয়েছে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ ও ২ এর আওতায় ৬২ কিলোমিটার উপকূল রক্ষাবাঁধ।
এতে আতংকিত হয়ে পড়েছে শ্যামনগর উপজেলার গাবুরা, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, মুন্সিগঞ্জ, ভেটখালী এবং আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নবাসী। দিনভর বৃষ্টিপাতের কারণে উপকূল রক্ষাবাঁধগুলোয় ব্যাপক ফাটল দেখা দিয়েছে। বৃষ্টিপাত বৃদ্ধি পেলে ভাঙ্গনের শঙ্কায় রয়েছে উপকূলবাসী।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক মো. জুলফিক্কার আলী রিপন জানান, বঙ্গোপসাগরের লঘু চাপের কারণে ৩নং সতর্ক সংকেত চলছে। লঘুচাপের প্রভাবে গত ২৪ ঘণ্টায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়। আরও দুই দিন বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
এদিকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের জানান, দিনভর ভারী, গুড়ি গুড়ি বৃষ্টিপাত ও লঘুচাপের কারণে উপকূলের সকল নদ-নদীর পানি ৩ থেকে ৪ ফুট বৃদ্ধি পেয়েছে। তার আওতায় ৩৮০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে স্থান ভেদে বিভিন্ন পয়েন্টে মোট ৪২ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
এছাড়াও পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার জানান, তার আওতায় উপকূলীয় অঞ্চলে ৪০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে বিভিন্ন পয়েন্টে ২০ কিলোমিটার বাঁধ ঝুঁকিতে রয়েছে। অনেক স্থানে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর