শিরোনাম
১৫ আগস্ট, ২০২২ ১৪:৪৫

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতালে জাতীয় শোক দিবস পালন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতালে জাতীয় শোক দিবস পালন

জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিখা প্রজ্জ্বলিত রাখার প্রত্যয়ে ১৫ আগস্টের প্রথম প্রহরে গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

সোমবার রাত ১২ টা ১ মিনিটে প্রদীপ প্রজ্জ্বলনের পর ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পরে চক্ষু হাসপাতালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের শ্রদ্ধা জানানো হয়। এরপর ফাতহাপাঠ এবং বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এ সময় চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী, উপপরিচালক ডা.একেএম আনওয়ারুল রউফ, সহকারী পরিচালক ডা. মোঃ আবুল কালাম আজাদ, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী বলেন, বঙ্গবন্ধু তার প্রাণের বিনিময়ে জাতীর মনের মধ্যে শিখা জ্বালিয়েছেন। আমরা সেই শিখা প্রজ্জ্বলিত রাখতে চাই। এই প্রত্যয়ে আমরা গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটে ১৫ আগস্টের প্রথম প্রহরে এই আয়োজন করেছি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর