সিরাজগঞ্জের কামারখন্দ ও রায়গঞ্জে পৃথক অভিযান চালিয়ে ২৮৫ পিস ইয়াবা ও ২ কেজি ৯৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২। বৃহস্পতিবার সকালে জেলার কামারখন্দ থানার চৈরগাঁতী গ্রামের আফসাগাড়া ব্রিজের উপর ও রায়গঞ্জ থানার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়রা পশ্চিম পাড়া গ্রামে এ অভিযান দুটি পরিচালনা করা হয়। আটককৃতরা হলো জেলার কামারখন্দ থানার ভদ্রঘাটা কাচারিপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আলহাজ হোসেন (২৩) ও রায়গঞ্জ থানার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়রা পশ্চিমপাড়া গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে আঃ রাজ্জাক (৪২)।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে মাদক সহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত এই মাদক কারবারীরা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে জেলার বিভিন্ন অবৈধ নেশাজাত দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামত তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম