নাটোরের নলডাঙ্গায় বৃহস্পতিবার পানিতে ডুবে দুই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। নলডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার বাঁশভাগ গ্রামের লাল মিয়া দুই বছর বয়সী কন্যা শিলা খাতুন বাড়িতে খেলাধুলা করার সময় সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। দুপুরের পর তার লাশ ভেসে উঠে। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম