ফরিদপুরের সালথায় নসিমন উল্টে বিপুল মাতুব্বর (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের মোল্লার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বিপুল মাতুব্বর নগরকান্দা উপজেলার কান্দি গ্রামের কবির মাতুব্বরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিপুল সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। নগরকান্দা থেকে সালথা আসার পথে ভাওয়াল ইউনিয়নের মোল্লার মোড়ে মাজেদ মোল্লার বাড়ির সামনে নসিমন ঘুরাতে গিয়ে নসিমন উল্টে যায়। এসময় রাস্থায় পাশে স্তুুপ করে রাখা ইটের গাদার চাপা পড়ে ঘটনাস্থলেই বিপুলের মৃত্যু হয়।
লাশ উদ্ধারকারী সালথা থানার এসআই পরিমল বিশ্বাস বলেন, নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে স্তুপ করে রাখা ইটের আঘাতে বিপুলের মৃত্যু হয়। বিপুলের পরিবারের অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম