রাজবাড়ী শিল্পকলা একাডেমীকে বাজবে হাওয়াইয়ান গিটার। ‘যন্ত্র বাজাও অন্তর জাগাও, অন্তরে অন্তরে’-প্রতিপাদ্যকে সামনে রেখে অরুণোদয় নামের একটি সংগঠনের উদ্যোগে ঢাকা, নারায়নগঞ্জ ও রাজবাড়ী জেলার গিটার শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটি পরিবেশিত হবে শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায়। হাওয়াইয়ান গিটারের পাশাপাশি অনুষ্ঠানে বৈচিত্র আনতে আরও থাকবে নৃত্য ও আবৃত্তি।
আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ী জেলা মহিলা বিষয়ক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বৈচিত্রময় এই আয়োজনের তথ্য নিশ্চিত করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শ্রাবনী দত্ত জয়া। সংবাদ সম্মেলনে অনুণোদয় সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক দীনার লাকী ও মুখপাত্র অঙ্কন রানা উপস্থিত ছিলেন।
সংগঠনটির মূখপাত্র অঙ্কন রানা বলেন, মোহনীয় সুরের এই যন্ত্রটির চর্চা দীর্ঘদিন ধরে রাজবাড়ীর তিন কন্যা চালিয়ে যাচ্ছেন। যাদের মধ্যে প্রত্যাখ সাঁতারু শীলু, শ্রাবনী দত্ত জয়া ও দীনার লাকি রয়েছেন। এই অনুষ্ঠানটি মূলতো এই তিন কন্যার অবদান। সমাজে মাদকের বিস্তার লাভ, ইভটিজিং ও মানবিক মূল্যবোধের অবক্ষয় রোধে হাওয়াইয়ান গিটার উত্তম মাধ্যম হতে পারে বলে বলে মনে করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ