আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে ভালুকায় পূজা কমিটির নেতাদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভালুকা মডেল থানা প্রাঙ্গণে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনের সভাপতিত্বে ও ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মলয় কুমার নন্দী মানিক, সাধারণ সম্পাদক বীরেন রায়, সহ-সভাপতি অমুল্য মোহন সরকার, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অজিত বনিক, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নারায়ন চন্দ্র দেব।
এ সময় উপস্থিত ছিলেন উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান খান শারফুল, বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ