৩০ সেপ্টেম্বর, ২০২২ ১৬:১৪

ডোমারে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

ডোমারে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত


'মাদক ছেড়ে কলম ধরি, সুস্থ্য সুন্দর জীবন গড়ি' স্লোগানে নীলফামারীর ডোমার উপজেলা ফুটবল প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারী নারী ফুটবল খেলোয়াড়দের অভিভাবকের সাথে মতবিনিময় সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ডোমার ডাকবাংলো মাঠে উপজেলা পরিষদের সার্বিক সহযোগীতায় মতবিনিময় সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় ক্রীড়া সংগঠক ও ডোমার মহিলা ডিগ্রী কলেজের  অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মশিউর রহামন, সহকারী শিক্ষক  হারুন অর রশীদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক সফিয়ার রহমান রতন, পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু, প্রশিক্ষক কবীর আহমেদ, অসিত সাহা প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও প্রশিক্ষনার্থী নারী খেলোয়ার শাহরিন আফরোজ মিতু, ক্যাপ্টেন  মানতাসা তালুকদার সিথী, অভিভাবক তাপস কুমার অধিকারী বক্তব্য রাখেন। শেষে ৪০ জন প্রশিক্ষনার্থী নারী খেলোয়ারদেরকে জার্সি সেট, বুট জুতা ও অন্যান্য ক্রীড়া সামগ্রী দেওয়া হয়।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর