প্রতিবন্ধী শিশুদের সাথে নিয়ে ঠাকুরগাঁওয়ে পালন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন।
মঙ্গলবার দুপুরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ঠাকুরগাঁও পৌর শাখার আয়োজনে ফ্রীড মাতৃছায়া অটিস্টিক শিশু নিকেতনে চিত্রাঙ্গন প্রতিযোগীর আয়োজন করা হয়।
চিত্রাঙ্গন প্রতিযোগীতা শেষে এক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, ফ্রীড মাতৃছায়া অটিস্টিক শিশু নিকেতনের প্রধান শিক্ষক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মাহহুরা বেগম হুরা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শিশু কিশোর পরিষদ ঠাকুরগাঁও পৌর শাখার সভাপতি মাহামুদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জিসান করিম, সাংগঠনিক সম্পাদক সাফিন মাহামুদ তুর্য্য, শিক্ষা বিষয় সম্পাদক লাবু ইসলাম, গ্রন্থনা প্রকশনা বিষয়ক সম্পাদক রুম্মান খান, সহ-গ্রন্থনা বিষয়ক সম্পাদক সালমান।
আলোচনা শেষে কেক কাটা ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ