বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. সাইদুল ইসলাম।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গতিশীল ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে তাকে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।
গত ১৭ অক্টোবর সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে সাইদুল ইসলাম জেলা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের ব্যক্তিগত সহকারির দায়িত্বও পালন করেছেন। গত কয়েক দিন আগে তিনি সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।
উল্লেখ্য, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ছাত্রদল থেকে পদত্যাগ করে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন। জেলা ছাত্রদলের সভাপতির পদ শূন্য হওয়ায় সাইদুলকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন