বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুরের আয়োজনে শেখ রাসেলে প্রতিকৃতিতে শ্রদ্ধা, বৃক্ষ রোপন কর্মসূচি ও শিক্ষাবোর্ড অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিক্ষাবোর্ড অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম এসব কথা বলেন। আলোচনা ও দোয়া শেষে কেক কেটে জন্মদিনের সূচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মোঃ জহির উদ্দীন, শেখ রাসেল উদযাপন কমিটির আহবায়ক মোঃ লুৎফর রহমান, দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম এবং মন্টু কুমার রায়, সেকশন অফিসার শিরিন আকতার প্রমুখ। দোয়া পরিচালনা করেন মোঃ মোখলেছুর রহমান।
বিডি প্রতিদিন/এএ