চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় বঙ্গবন্ধু মঞ্চ সংলগ্ন এলাকায় শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
পরে ফেরদৌসী ইসলাম জেসি এমপি, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সিভিল সার্জন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর, জেলা কারাগার, সড়ক ও জনপথ, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, জেলা নির্বাচন অফিস, জেলা সমাজসেবা দপ্তর, নবাবগঞ্জ সরকারি কলেজ, উপজেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন দপ্তর ও সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিশুদের সাথে নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দ। শেষে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী। অপরদিকে, জেলা ছাত্রলীগের উদ্যোগে পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল