পটুয়াখালীর কলাপাড়ায় আলাউদ্দিন (৪৬) নামের এক রং মিস্ত্রী খুন হয়েছে। পুলিশ খবর পেয়ে সোমবার রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের দক্ষিন বড় বালিয়াতলী গ্রামে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। এ ঘটনায় মৃতের ভাতিজার নজরুল ইসলাম নান্নু ও তার ছেলে রিফাতকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভাতিজার সঙ্গে তাদের বাড়ির অভ্যন্তরীন বিষয় নিয়ে বিরোধ থাকায় এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে দাবি স্বজনদের।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় ওইরাতে নিহতের স্ত্রী সেফালী বেগম কলাপাড়া থানায় আটককৃত দুইজনসহ অজ্ঞাত ৬ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ