নাটোরের সিংড়ায় বিদ্যুতায়িত হয়ে হাফিজুর রহমান হেদা (৫০) নামে বিএনপির সাবেক এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান ডাহিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মাধা বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে মোটরসংযোগে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই নিহত হন সাবেক বিএনপি নেতা হাফিজুর রহমান। এসময় আলমাস হোসেন নামে এক কলেজছাত্র গুরুতর আহত হন। তাকে রামেকে ভর্তি করা হয়েছে।
ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। হাফিজুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত অপরজনকে রামেকে পাঠানো হয়েছে।
অপরদিকে উপজেলার শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দি গ্রামে পারিবারিক কলহের জেরে সাদিয়া আক্তার নামের এক যুবতীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। তিনি ওই গ্রামের শাহাদৎ হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, গত ছয় মাস আগে বিবাহ হয় সাদিয়া আক্তারের। বিবাহের সাতদিন পরে বাবার বাড়িতে চলে আসেন তিনি। পরে স্বামীর বাড়িতে ফিরে না যাওয়ায় এক মাস পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এমতাবস্থায় মঙ্গলবার ভোরে নিজ শয়ন কক্ষের পাশে ফাঁকা রুমের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।
বিডি প্রতিদিন/এমআই