টাঙ্গাইলের সখীপুরে ডাকাতির ঘটনায় মোসলেম উদ্দিন (৩২) নামের ডাকাতকে গ্রেফতার করেছে সখীপু থানা পুলিশ। সোমবার রাতে পৌর এলাকার সিকদার রোডে সহোদর বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই রাতেই তাকে টাঙ্গাইল ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানায়া সখীপুর থানা পুলিশ। সে সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকার শুকুর মাহমুদ তালুকদারের ছেলে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ডাকাতি মামলার আসামী মোসলেম উদ্দিনকে গ্রেফতার করে টাঙ্গাইল ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়ে।
বিডি প্রতিদিন/এএ