দীর্ঘ এক যুগ পর বগুড়ায় জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলন প্রার্থী হতে উৎসবের মধ্যে দিয়ে মনোনয়নপত্র উত্তোলন করেছেন নেতাকর্মীরা। মনোনয়নপত্র উত্তোলকে কেন্দ্র করে সোমবার মধ্যরাত পর্যন্ত জেলা বিএনপি কার্যালয় থাকে উৎসবমুখর পরিবেশে।
সম্ভাব্য প্রার্থী হতে দলীয় কার্যালয়সহ শহরের বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন লাগিয়ে দোয়া চাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ সম্মেলনকে ঘিরে তাদের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে। আর প্রার্থীরা ঘুরছেন ভোটারদের বাড়ি বাড়ি।
আমাগী ২ নভেম্বর বগুড়া জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত তফসীল অনুযায়ী ১৭ অক্টোবর সোমবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন পদে দলীয় মনোনয়ন উত্তোলন করেন নেতার্মীরা। এদিন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ১৫ জন মনোনয়ন পত্র উত্তোলন করেন। সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া পৌরসভার মেয়র ও সাবেক আহ্বায়ক রেজাউল করিম বাদশা এবং ফজলুল বারী তালুকদার বেলাল। সাধারণ সম্পাদক পদে জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা ও এম আর ইসলাম স্বাধীন। সাংগঠনিক সম্পাদক পদে মাজেদুর রহমান জুয়েল, একেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম, আব্দুল আজিজ হিরা, মোশারফ হোসেন স্বপন, মো. জাহিদুল ইসলাম হেলাল, মো. শহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান রাজা, আলী হায়দার তোতা ও মো. সোলায়মান আলী। মনোনয়ন বিতরণ করেন সম্মেলন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম টুলু, সদস্য সচিব আলহাজ্ব মো. মোশারফ হোসেন এমপি, বিএনপি নেতা অ্যাডভোকেট মাহাবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, কাজী রফিকুল ইসলাম, লাভলী রহমান, মীর শাহ আলম, ডা. মামুনুর রশিদ মিঠু।
বিডি প্রতিদিন/হিমেল