টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ১১টি উপজেলায় সাধারণ সদস্য পদে চারজন প্রার্থী কোনো ভোট পাননি। শূন্যভোট পাওয়া চার প্রার্থীসহ ১৩ জন সদস্য প্রার্থী নির্দিষ্ট ভোট না পাওয়ায় তারা জামানত হারাচ্ছেন।
গতকাল সোমবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। তবে এর আগেই চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক জয়লাভ করায় ওই পদে ভোট হয়নি। এছাড়া মধুপুরে খন্দকার শফি উদ্দিন মনি সাধারণ সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।
টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আতাউল গনি স্বাক্ষরিত নির্বাচনের ফলাফলে দেখা গেছে-৪ নং ওয়ার্ড ভূঞাপুরে হাতি প্রতীকের শেখ রফিকুল ইসলাম শূন্য ভোট এবং ৫ নম্বর ওয়ার্ড ঘাটাইলে অটোরিকশা প্রতীকে জহিরুল ইসলাম শূন্য ভোট। ৮ নম্বর ওয়ার্ড টাঙ্গাইল সদরে ফরিদুর রহমান হাতি প্রতীকে শূন্য ভোট পেয়েছেন। ১১ নম্বর ওয়ার্ড বাসাইলে আতিকুর রহমান তালা প্রতীকে পেয়েছেন শূন্য ভোট।
এছাড়াও ৩ নম্বর ওয়ার্ড গোপালপুরে শহিদুল ইসলাম তালা প্রতীকে ভোট পেয়েছেন ৫টি। ৪ নম্বর ওয়ার্ড ভূয়াপুরে তালা প্রতীকে শাহাদত হোসেন বাবু পেয়েছেন এক ভোট। ৫ নম্বর ওয়ার্ড ঘাটাইলে উটপাখি প্রতীকে আনিছুর রহমান তুহীন পেয়েছেন ৬টি ভোট। ৬ নম্বর ওয়ার্ড কালিহাতীতে কামাল আহমেদ হাতি প্রতীকে পেয়েছেন ৪ ভোট। ৯ নম্বর ওয়ার্ড দেলদুয়ারে ঘুড়ি প্রতীকে প্রভাংশু রঞ্জন সোম পেয়েছেন ১টি ভোট এবং গোলাম কিবরিয়া হাতি প্রতীকে পেয়েছেন ১০ ভোট। ১০ নম্বর ওয়ার্ড মির্জাপুরে মানিক স্যানাল হাতি প্রতীকে পেয়েছেন ৩টি ভোট। ১১ নম্বর ওয়ার্ড বাসাইলে রফিকুল ইসলাম উটপাখি প্রতীকে ৭ ভোট এবং মিজানুর রহমান খান হাতি প্রতীকে ১১টি ভোট পেয়েছেন। নির্বাচনে ভোট না পাওয়া ও কম ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল ইসলাম বলেন, কাস্টিং ভোটের মধ্যে সাড়ে ১২ ভাগ ভোটের কম পেলে তাদের জামানত বাতিল করা হবে। তবে কয়েকটি উপজেলায় বেশ কয়েকজন সদস্য প্রার্থী শূন্য ভোট পেয়েছেন। এছাড়া অনেকেই কম ভোট পেয়েছেন।
নির্বাচনে সদস্য পদে জয়ী হয়েছেন-ধনবাড়ী থেকে তোফাজ্জল হোসেন, গোপালপুরে এসএম রফিকুল ইসলাম, ভূঞাপুরে খায়রুল ইসলাম, ঘাটাইলে রোকনুজ্জামান ঠান্ডু, কালিহাতীতে আয়নাল হক, টাঙ্গাইল সদরে মাসুরুল ইসলাম, দেলদুয়ারে মোশারফ হোসেন, নাগরপুরে শহিদুল ইসলাম, বাসাইলে নাসির খান, সখীপুরে আনোয়ার হোসেন তালুকদার ও মির্জাপুরে তাহেরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত নারী সদস্য পদে মাহমুদা বেগম (ধনবাড়ী-মধুপুর-গোপালপুর), রাজিয়া সিদ্দিকী (ঘাটাইল-কালিহাতী-ভূঞাপুর), শিমু খান (সদর-নাগরপুর-দেলদুয়ার) ও খালেদা সিদ্দিকী (মির্জাপুর-বাসাইল-সখীপুর)।
প্রসঙ্গত, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান পদে ফজলুর রহমান খান এবং মধুপুরের সদস্য পদে খন্দকার শফিউদ্দিন মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন