মাদকের অভিযান চালিয়ে তিনজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে হত্যাকাণ্ড ও লুটের পরিকল্পনার কথা। আটক তিনজনই পেশাদার ডাকাত ও ভাড়াটিয়া খুনি চক্র। আটকের পর তাদের তথ্যের ভিত্তিতে বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, এক রাউন্ড পিস্তলের ও এক রাউন্ড শুটারগানের গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল এসব তথ্য জানান।
আটক ডাকাতরা হলেন-সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জিধুরী উত্তরপাড়া গ্রামের মৃত সোবাহান প্রামাণিকের ছেলে মন্তাজ আলী প্রামাণিক (২৮), একই উপজেলার মাইঝাইল রান্ধুনীবাড়ি গ্রামের গোলজার হোসেনের ছেলে আলী হাসান (২৭) ও চর নবিপুর কান্দাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে লিখন (২২)।
পুলিশ সুপার জানান, সোমবার বিকেলে গোয়েন্দা পুলিশের একটি টিম বেলকুচি উপজেলার চর সমেশপুর এলাকায় রাস্তা দিয়ে মাদকবিরোধী অভিযানে যাচ্ছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি হোটেলের সামনে থেকে সংঘবদ্ধভাবে অবস্থান করা ৬/৭ জন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তিনজকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদের পর তারা স্বীকার করে তাদের কাছে অস্ত্র রয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ২টি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরিফুল ইসলাম মণ্ডল জানান, জিজ্ঞাসাবাদে ডাকাতদলের সদস্যরা বলেছেন, তারা বেলকুচি রাজাপুর ইউনিয়নের একজন ব্যক্তিকে গুলি করে হত্যার জন্য তিন লাখ টাকায় চুক্তি নিয়েছিল। সে জন্য তারা সেখানে অবস্থান করছিল। এছাড়াও হত্যাকাণ্ডের পর রান্ধুনীবাড়ী বাজারে একটি বিকাশের দোকানে ডাকাতির পরিকল্পনা ছিল। জেলা পরিষদ নির্বাচনের দিন পুলিশের ব্যস্ততার সুযোগেই তারা এসব অপরাধ সংঘটিত করার পরিকল্পনা করেছিল।
তিনি আরো জানান, ওই বিশিষ্ট ব্যক্তিকে ডেকে নৌকা নিয়ে গুলি করে হত্যা করে লাশ নদীতে গুম অথবা একটি দোকানের ভেতরে হত্যা করার পরিকল্পনা ছিল। এরপর বিকাশের দোকানে ডাকাতি করে তারা জেলা ছেড়ে পালিয়ে যেত। তবে তদন্তের স্বার্থে ওই বিশিষ্ট ব্যক্তি ও হত্যাকাণ্ডে সংঘটিত করার জন্য নির্দেশদাতার নাম প্রকাশ করা যাচ্ছে না। গ্রেফতার ডাকাতদের মধ্যে মন্তাজের নামে ৪টি ডাকাতি ও ৩টি ছিনতাই মামলা, আলী হাসানের নামে ৩টি চুরির মামলা এবং লিখন বেশ কিছু অপরাধের সাথে জড়িত রয়েছে। এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ বাদী হয়ে বেলকুচি থানায় মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/এমআই