নাটোরের সিংড়ায় সাদিয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ভাগনাগরকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাদিয়া আক্তার একই গ্রামের মজিবুর রহমানের কন্যা এবং ভাগনাগরকান্দী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় ৬ মাস আগে পাশ্ববর্তী এলাকায় তার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে মনোমালিন্যের সৃষ্টি হয়। পরে সাদিয়া তার বাবার বাড়িতে অবস্থান করছিল। মঙ্গলবার ভোরে সাদিয়া মা-বাবার প্রতি অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ