হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জামানত হারাচ্ছেন দুই চেয়ারম্যান প্রার্থী। তারা হলেন, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোল্লা আবু নঈম মো. শিবলী খায়ের। যিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭ ভোট।
অপরপ্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগ হবিগঞ্জের সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল হক। তিনি চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩ ভোট।
বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম। তিনি বলেন, নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ না পাওয়ায় উল্লেখিত প্রার্থীরা জামানত হারাচ্ছেন।
এবারের হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী লড়াই করেন। এদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী ঘোড়া প্রতীকে ৯৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। মোট ১১০৪টি ভোটের মধ্যে কাস্টিং হয়েছে ১ হাজার ৮১টি। মোট বৈধ ভোটের সংখ্যা ১ হাজার ৮১টি। বাতিল ভোটের সংখ্যা ৪টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ হাজার ৮৫টি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন