টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মনোয়ারা বেগম (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার বেড়বাড়ি কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটেছে। মনোয়ারা বেড়বাড়ি বটতলা গ্রামের ফজল হকের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সড়কের পাশে দিয়ে পায়ে হেটে বেড়বাড়ি বাজারে স্বামীর মুদি দোকানে যাচ্ছিলেন মনোয়ারা বেগম। এময় সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের ধাক্কায় সে গুরুতর আহত হয়। বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, দুর্ঘটনাটি সথীপুর থানায় ঘটলেও তাকে বাসাইল থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় সে মারা গেছে। আর এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল