জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত হয়েছে। রংপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার সকালে রংপুর জিলা স্কুল থেকে শেখ রাসেল দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। র্যালিতে অংশগ্রহণ করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহসান মোস্তফা, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী অফিসার রুহুল আমিন মিঞা, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ অন্যান্য অতিথি।
র্যালি শেষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও ৫৮টি বেলুন উড়ানো হয়। এরপর রংপুর জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে আলোচনা ও শেখ রাসেলের জীবনীর উপর প্রামাণ্য প্রতিবেদন প্রদর্শন ও প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ।
এরপর প্রশাসন ভবনের দক্ষিণ গেট থেকে একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেখ রাসেল চত্বরে এসে শেষ হয়। শেখ রাসেল চত্বরে স্থাপিত শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ, উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ।
শ্রদ্ধা নিবেদন শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটা হয়। পরে শহীদ শেখ রাসেলের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে একাডেমিক ভবন-৪ এর সামনে একটি চারা গাছ রোপণ করেন উপাচার্য। পরে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ।
বিডি প্রতিদিন/এমআই