শরীয়তপুর পৌরসভার ৪ ও ৬ নং ওয়ার্ডের ১ হাজার ৪১৩টি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে বাংলাদেশ টিসিবির পণ্য বিক্রয়ের জন্য তুলে দেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।
জানা গেছে, এই পণ্য বিক্রয় করে ম্যাসাজ হাজার ট্রাস্ট নামে কৃষিবিট ডিলার। তাদের কার্ড প্রদর্শন করে ৫৫ টাকা দরে চিনি, ৬৫ টাকা দরে মশুর ডাল, ১১০ টাকা লিটার দরে সয়াবিন তেল ক্রয় করেছেন কার্ডধারীরা। স্বল্পমূল্যে এসব পণ্য ক্রয় করতে পেরে গ্রাহকদের মুখে হাসি ফুটেছে।
উৎসবমুখর পরিবেশে গ্রাহক টিবিবির পণ্য ক্রয় করতে উপস্থিত হয়েছেন। লাইনে দাঁড়িয়ে থেকে নিজ নিজ কার্ড পরিদর্শন করে সুশৃঙ্খল হবে তারা এই পণ্য ক্রয় করেন। এসময় গ্রাহকরা বলেন, টিসিবির পণ্য তাদের অর্থের অনেক সাশ্রয় হয়েছে। তারা প্রধানমন্ত্রীর কাছে এই নিবেদন জানিয়েছেন প্রতি মাসে অন্তত দুইবার এই পণ্য পেলে তাদের আরও একটু বেশি সাশ্রয় হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ