যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও নানা আয়োজনে পালিত হয়েছে শেখ রাসেল দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকালে শাপলা চত্বরে অবস্থিত জেলা আ’লীগ কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর পর্যায়ক্রমে জেলা পরিষদ কার্যালয়ের সামনে, জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে ও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সভাপতি মো: জাফর আলী সাবেক এমপি, জেলা আ’লীগের সহ-সভাপতি চাষী এম এ করিম, এডভোকেট এসএম আব্রাহাম লিংকন, সাধারণ সম্পাদক আমান উদ্দীন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও ঐতিহ্যবাহী কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি বেসরকারি বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযথভাবে পালন করা হয়। এ উপলক্ষে স্বস্ব শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা ও উপস্থিত বর্ক্তৃতা প্রতিযোগিতার ১ম, ২য় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ