ময়মনসিংহে নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ মাঠে শেখ রাসেলের অস্থায়ী বেদীতে পুষ্পার্ঘ অর্পন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, সিটি কর্পোরেশন, জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অংগসংগঠনসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।
এদিকে, সকালে নগরীর টাউন হল থেকে বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ ল্যাব পুরস্কার দেয়া হয়।
অপরদিকে, বিকালে টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও শেখ রাসেল দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু একাডেমি জেলা শাখার উদ্যোগে নগরীর জয়নুল আবেদীন পার্ক বৈশাখী মঞ্চে সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৪ শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে। আগামী ৩১ অক্টোবর বিজয়ীদের সনদ ও পুরস্কার প্রদান করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ